Logo

সারাদেশ

ফেনী শান্তি নিকেতন ক্যাডেট ইনস্টিটিউটে পুরস্কার বিতরণ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:২০

ফেনী শান্তি নিকেতন ক্যাডেট ইনস্টিটিউটে পুরস্কার বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

ফেনী শান্তি নিকেতন ক্যাডেট ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক কে.বি.এম. শাহজাহান সাজু।

অধ্যক্ষ এম. মামুনুর রশীদ এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক জাহিদ হাছান রিয়াদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার ইউসুফ দুলাল, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবুল কাসেম, বিশিষ্ট ব্যবসায়ী শামসুর রহমান আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে মেধা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩ শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর