পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে মিছিল
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:২৮
ছবি : বাংলাদেশের খবর
অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, যুব সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে মহাজনপাড়া সূর্যশিখা থেকে শুরু হওয়া মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল ও সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে ১৯৭৫ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি কার্যকর রাখার দাবি জানান। তারা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদে সাধারণ প্রশাসন, পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, উপজাতীয় আইন ও সামাজিক বিচার কার্যাবলীসহ ক্ষমতা নির্বাহী মাধ্যমে হস্তান্তরের দাবি জানায়।
এছাড়া বক্তারা পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে তিন পার্বত্য জেলা পরিষদ ও চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাচনসহ মোট ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।
এআরএস

