Logo

সারাদেশ

বৈষম্যের প্রতিবাদে খাগড়াছড়িতে শিক্ষকদের কর্মবিরতি

Icon

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৪

বৈষম্যের প্রতিবাদে খাগড়াছড়িতে শিক্ষকদের কর্মবিরতি

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ৯ম গ্রেডের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্তি, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট দ্রুত প্রকাশ এবং দীর্ঘদিন ধরে চলা বৈষম্যের প্রতিবাদে পূর্ণ কর্মবিরতি পালন করছে।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকা এই কর্মবিরতিতে শিক্ষকরা বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করার পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি তিন কর্মদিবসের মধ্যে প্রদান করার দাবি জানান।

শিক্ষকরা আরও দাবি জানিয়েছেন, ২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের ২–৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল রাখতে হবে এবং সেই অনুযায়ী গেজেট প্রকাশ করতে হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কর্মবিরতি শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর