পুলিশ সুপার
বান্দরবানে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৭
ছবি : বাংলাদেশের খবর
সারাদেশের ন্যায় বান্দরবানেও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. আবদুর রহমান।
সোমবার (১ ডিসেম্বর) সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এ অঞ্চলের ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে এবং উৎসবের আমেজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে।’
নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না দিতে পুলিশ সদা প্রস্তুত রয়েছে এবং বান্দরবানের শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন কাজ চালিয়ে যাবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে, ডিআইও মুহাম্মদ আতিকুর রহমান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক এনএ জাকির, বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এআরএস

