Logo

সারাদেশ

নীলফামারীতে ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পর গ্রেপ্তার

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫২

নীলফামারীতে ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পর গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীতে রেলের মালামাল চুরির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রব্বানী আকন্দকে (৫২) ১৮ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। রব্বানী সদর উপজেলার নটখানা খামাতপাড়া গ্রামের মৃত আনোয়ার কুলির ছেলে।

রোববার (৩০ নভেম্বর) ভোরে ঢাকা গাজীপুর কাশেমপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি এম. আর. সাঈদ এ তথ্য নিশ্চিত করেন। সকল আইনী প্রক্রিয়া শেষে সোমবার (১ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ জানুয়ারি সৈয়দপুর থানায় রেল কতৃপক্ষ বাদী হয়ে রব্বানীর বিরুদ্ধে মালামাল চুরির মামলা দায়ের করে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। মামলাটি শুনানি শেষে আদালত তার অনুপস্থিতিতে রেল আইনের ১২৬ ধারা ও দণ্ডবিধি ৩৭৯ ধারা অনুযায়ী ১৩ বছরের সাজা প্রদান করে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আর. সাঈদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মোশাররফের নেতৃত্বে পুলিশ ও এন্টিটেরিজম ইউনিটের সহায়তায় রোববার ভোরে তাকে ঢাকা গাজীপুর কাশেমপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর