মসজিদের সামনে থেকে সাড়ে ৫০০ কেজি মুলা চুরি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৬:০৭
বাংলাদেশের খবর
মিরসরাইয়ে দুই কৃষকের সাড়ে পাঁচশত কেজি মুলা চুরি করে নিয়ে গেছে চোরের দল। শনিবার (২৯ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় বিক্রির জন্য মুলা জমি থেকে তুলে নুরানি মসজিদ সামনে রাখা হলে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জোরারগঞ্জ ইউনিয়নের আরশীনগর এলাকায় ধার দেনা করে কৃষক মো. জয়নাল ও লিটন ৩০ শতক জমিতে মুলা চাষ করেন। শনিবার বিকালে ২ কৃষক জমি থেকে ৯ টুকরি মুলা তুলে বিক্রির জন্য মহাসড়কের পাশে রাখেন। যাতে করে সকালে বাজারে নিয়ে তা বিক্রি করতে পারেন। ভোর আনুমানিক ৪টার দিকে মুলাগুলো চুরি করে নিয়ে যায় বলে ধারণা তাদের।
ভুক্তভোগী কৃষক মো. জয়নাল বলেন, ‘ধার দেনা করে ১৮ শতক জমিতে মুলা চাষ করেছিলাম। শনিবার বিকালে খেত থেকে ৫ টুকরি মুলা তুলি, যার ওজন প্রায় ৩৯০ কেজি। রবিবার সকালে বাজারে নিয়ে বিক্রির জন্য মুলার টুকরিগুলো মহাসড়কের পাশে নুরানি মসজিদ সামনে রাখি। ভোরে মসজিদের সামনে গিয়ে দেখি মুলাগুলো নেই।’
তিনি আরো বলেন, ‘আমাদের একই গ্রামের লিটন ১২ শতক জমিতে মুলা চাষ করেছিল। সেও শনিবার বিকেলে বিক্রির জন্য খেত থেকে মুলা তুলে আমার সাথে মহাসড়কের পাশে রেখেছিল। সে প্রায় ১৬০ কেজি মুলা তুলেছিলো। প্রতি কেজি মুলা পাইকারি ৪০ টাকা করে ৫৫০ কেজির দাম আসে ২২ হাজার টাকা। অতীতে মহাসড়কের পাশে মুলা রাখলেও এবারই প্রথম চুরির ঘটনা ঘটেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি।’
জোরারগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘মুলা চুরির বিষয়ে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সাফায়েত মেহেদী/এনএ

