Logo

সারাদেশ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমনিরহাটে প্রেস ফাইভের দোয়া মাহফিল

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমনিরহাটে প্রেস ফাইভের দোয়া মাহফিল

ছবি : বাংলাদেশের খবর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমনিরহাটে সাংবাদিক সংগঠন প্রেস ফাইভের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে আদিতমারী উপজেলার নামুরী ডি এস দাখিল মাদ্রাসার হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ফাইভের আহ্বায়ক জিটিভির আলতাবুর রহমান আলতাফ। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব নূর আলমগীর অনু।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস ফাইভের উপদেষ্টা রেজাউল করিম মানিক, যুগ্ম আহ্বায়ক ফারুক আলম, মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংবাদিক মনিরুজ্জামান মজনু, রাহেবুল ইসলাম টিটুল, তাহমিদুল ইসলাম মৃদুল, আল আমিন বাবু, মাসুম ভূঁইয়া প্রমুখ।

এছাড়া কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইয়াদুজ্জামান সোহাগ।

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর