মাদারগঞ্জে আগুনে পুড়লো জামায়াত নেতার বসতঘর
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬
বাংলাদেশের খবর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জামায়াত নেতা পরাগ আহম্মেদের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল পূজাঘাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরাগ আহম্মেদ পৌরসভার ৯নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। তার দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পরাগ আহম্মেদের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টার ফলে আগুন পার্শ্ববর্তী বাড়িতে ছড়াতে পারেনি।
ক্ষতিগ্রস্ত পরাগ আহম্মেদ বলেন, ‘অগ্নিকাণ্ডে ঘরের দুটি কক্ষের আসবাবপত্র, রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, ধান, চাল ও জমির গুরুত্বপূর্ণ কাগজসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দুপুরে হঠাৎ বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি।’
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
মাহমুদা/এনএ

