Logo

সারাদেশ

কর্ণফুলীতে ব্যবসায়ীর জমিতে বিএনপি নেতার সাইনবোর্ড

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৯:০৫

কর্ণফুলীতে ব্যবসায়ীর জমিতে বিএনপি নেতার সাইনবোর্ড

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক ব্যবসায়ীর মালিকানাধীন জমিতে জোরপূর্বক সাইনবোর্ড টাঙানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতা মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। 

রোববার (৩০ নভেম্বর) ব্যবসায়ী নুরুল আলমের ল্যান্ড অফিসার দেবব্রত দাশ বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১৬০৫) করেন।

অভিযোগে বলা হয়, গত ২৫ অক্টোবর ডাঙারচর মৌজার জমিতে সাইনবোর্ড টাঙাতে গেলে বাধা দেন কেয়ারটেকার সাবের আহমদ। এতে বিএনপি নেতা সেলিম তাকে কিল-ঘুসি মেরে জখম করেন এবং বিভিন্ন হুমকি দেন।

জানা গেছে, খাতুনগঞ্জের ব্যবসায়ী নুরুল আলম ২০১১ সালে মধ্যম হালিশহরের নজরুল হকের কাছ থেকে ৪০ শতক জায়গা ক্রয় করেন। কেনার পর জমিতে মাটি ভরাট ও বিভিন্ন বৃক্ষরোপণ করেন। জায়গাটি নিয়ে ২০২১ সাল থেকে পটিয়ার ২য় সহকারী জজ আদালতে মামলা (নং–৮০৫০/২৪ ও ৮০৫১/২৪) চলমান। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেজিস্ট্রেশন ও বায়না দলিলের মেয়াদ বহাল রয়েছে।

ল্যান্ড অফিসার দেবব্রত দাশ অভিযোগে উল্লেখ করেন, ‘আদালতের নির্দেশ অমান্য করে বিএনপি নেতা সেলিম গোপনে বিরোধীয় জায়গা বায়না করে জোরপূর্বক সাইনবোর্ড টাঙিয়েছেন। এতে বাধা দেওয়ায় কেয়ারটেকার সাবেরকে মারধর ও হুমকি দেওয়া হয়।’

ব্যবসায়ী নুরুল আলম বলেন, ‘২০১১ সালে জায়গা কেনার পর নিয়মিত পরিচর্যা করেছি। কিন্তু জুলধা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম জোরপূর্বক সাইনবোর্ড টাঙিয়ে জায়গা দখলের চেষ্টা করছেন। কর্মচারীকে মারধর করায় থানায় জিডি করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘নিজেও বিএনপির সমর্থক। তবে বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে দলের শীর্ষ নেতাদের কাছে অভিযোগ করলেও কোনো সমাধান পাওয়া যায়নি।’

ইমরান হোসেন মুন্না/এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর