Logo

সারাদেশ

হালুয়াঘাটে প্রিন্সের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়ার আয়োজন

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৫

হালুয়াঘাটে প্রিন্সের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়ার আয়োজন

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা বাজারে ‘হালুয়াঘাটবাসীর গণ দোয়া’ অনুষ্ঠিত হয়।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ধারা বাজারে ইব্রাহীম মার্কেটে অনুষ্ঠিত গণ দোয়া অনুষ্ঠানে বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘সারা দেশের মানুষ দল মত নির্বিশেষে সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন কায়মনো দোয়া করছেন। নিশ্চয়ই আল্লাহ সবার দোয়ায় প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থ করে দেবেন। সারা দেশ আজ মিলিত হয়েছে এভার কেয়ার হাসপাতালে। জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন দেশনেত্রী।’

‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার করা হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। সময়টি ছিল এমন—যখন তাকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাসভবন থেকে জোর করে উচ্ছেদ করা হয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে কারাবন্দি করা হয়। এমনকি তাঁর বয়স, শারীরিক অবস্থা ও মানবিক দিক বিবেচনা না করেই যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়—যা ছিল চরম অমানবিক, নিষ্ঠুর আচরণ।’

তিনি আরও বলেন, ‘আজ ইতিহাস এক নির্মম পরিহাসের সাক্ষী। যিনি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশনেত্রীকে দমন করতে চেয়েছিলেন, যিনি জনগণের উপর কঠোর দমন–পীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন, শেষপর্যন্ত তিনিই গণ অভ্যুত্থানে জনরোষের মুখে দেশত্যাগ করতে বাধ্য হন। জনগণের শক্তি কখনও অন্যায়কে টিকতে দেয় না।’

প্রিন্স আরও মন্তব্য করেন, ‘জনগণ দেখেছে পাপ কখনো কাউকে ছাড়ে না। অন্যায়, জুলুম, নিপীড়ন কখনো স্থায়ী হয়নি, ভবিষ্যতেও হবে না। আল্লাহর ন্যায়বিচার এবং জনগণের শক্তিই শেষ কথা। জনগণের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে অন্যায়, অমানবিক আচরণ করা হয়েছে, আল্লাহ নিশ্চয়ই তার বিচার করবেন।’

গণ দোয়া মাহফিলের আগে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ। মোনাজাত পরিচালনা করেন ধারা জামে মসজিদের খতিব মওলানা মুফতি সাদ্দাম হোসেন।

‎বিপুলসংখ্যক জনগণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া মাহফিলে শরিক ছিলেন।

‎উমর ফারুক আকাশ/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর