Logo

সারাদেশ

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে আলফাডাঙ্গায় প্রেস ব্রিফিং

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ২০:৪৩

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে আলফাডাঙ্গায় প্রেস ব্রিফিং

ছবি : বাংলাদেশের খবর

বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মহান আল্লাহ, পবিত্র কোরআন ও ইসলাম নিয়ে কটূক্তি করার অভিযোগে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার স্থানীয় উলামা ও সচেতন নাগরিক সমাজ।

সোমবার (১ ডিসেম্বর) বিকালে আলফাডাঙ্গা সদর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তারা লিখিত বিবৃতির মাধ্যমে বলেন, আবুল সরকারের বিরুদ্ধে দেশের আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা অভিযোগ করেন, বাউল শিল্পীর কটূক্তি এবং বাউল সাধনার কিছু বিতর্কিত প্রথা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

প্রতিবাদ কর্মসূচিতে আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ, সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আহসানউল্লাহ, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাদী জসিম, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা আমিনুল্লাহ ও খেলাফত যুব মজলিসের উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

উলামা ও নাগরিকরা সরকারের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, যাতে ধর্মপ্রাণ মানুষদের ওপর হয়রানি না হয় এবং তাওহীদী জনতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়।

মিয়া রাকিবুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর