বগুড়ার ধুনটে রুমেল মিয়া (২২) নামের এক নির্মাণ শ্রমিক বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (১ ডিসেম্বর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আশরাফ আলীর ছেলে।
জানা যায়, এক সন্তানের জনক রুমেল মিয়া নির্মাণ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো। কিছুদিন ধরে তাকে মানসিকভাবে অস্থির দেখাচ্ছিল। কোনো কাজ করত না। পরিবার-পরিজনের সাথেও খুব একটা মিশতো না।
ঘটনার দিন দুপুর ২টার দিকে নিজ বাড়িতে সকলের অগোচরে কীটনাশক জাতীয় বিষপান করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেলে দ্রুত রুমেল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, ‘ধারণা করা হচ্ছে মানসিকভাবে বিকারগ্রস্ত থাকায় রুমেল আত্মহত্যা করেছে। কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।’
মিনহাজ উদ্দিন/এনএ

