শীতের শুরুতে নিপাহ ভাইরাস সতর্কতায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৫:০৭
শীতের শুরুতেই প্রাণঘাতী নিপাহ ভাইরাস সংক্রমণের আশঙ্কা বাড়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য বিভাগ জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বাদুড় বাহিত এই ভাইরাস মূলত খেজুরের কাঁচা রস ও বাদুড়ের আংশিক খাওয়া ফলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। দ্রুত সংক্রমণ এবং উচ্চ মৃত্যুহারের কারণে নিপাহকে দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ ভাইরাসজনিত রোগ হিসেবে বিবেচনা করা হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নিপাহ আক্রান্ত রোগীদের মধ্যে সাধারণত যে উপসর্গগুলো দেখা যায়—
- জ্বর ও তীব্র মাথাব্যথা,
- খিঁচুনি,
- প্রলাপ বকা,
- অজ্ঞান হয়ে যাওয়া,
- এবং কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট,
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, ‘এসব উপসর্গ দেখা দিলে কোনো অবস্থাতেই অপেক্ষা না করে রোগীকে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিতে হবে। প্রাথমিক চিকিৎসায় দেরি হলে রোগীর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটতে পারে।’
তিনি আরও বলেন, ‘নিপাহ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে খেজুরের কাঁচা রস কোনোভাবেই গ্রহণ করবেন না, বাদুড়ের আংশিক খাওয়া বা ক্ষতিগ্রস্ত কোনো ফল খাবেন না, সব ধরনের ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খাবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন, সন্দেহজনক কোনো উপসর্গ দেখা দিলে অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন।’
এদিকে খেজুরের রস সংগ্রহকারী ও বিক্রেতাদের প্রতিও বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। তারা জানিয়েছে, ‘কেউ কাঁচা রস খেতে চাইলে সেটি বিক্রি করবেন না।’ জনস্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও সতর্কতাই নিপাহ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। জনগণ নির্দেশনা মেনে চললে শীত মৌসুমে এ ভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
মোহাম্মদ জামশেদ আলম/এনএ

