শ্রীপুরে অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ড
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৮
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে ভোর রাতে শ্রীপুর রেলস্টেশনের পূর্ব পাশে আবুল মন্ডলের ভাড়া দেওয়া অটোরিকশা গ্যারেজ ও চায়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডে চায়ের দোকান, অটোরিকশা গ্যারেজ এবং পাশের সাউন্ড বক্সের দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, কমপক্ষে ৮টি অটোরিকশা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের গ্যারেজ ও সাউন্ড বক্সের দোকানে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন দোকান ও গ্যারেজ মালিকরা।
গ্যারেজ মালিক আবুল মন্ডল বলেন, ‘ভোর রাতে হঠাৎ চায়ের দোকানে আগুন লাগে। পরে তা গ্যারেজে ছড়িয়ে পড়ে ৮টি অটোরিকশা সহ সব মালামাল পুড়ে যায়। মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়েছে।’
ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম বলেন, ‘খবর পাওয়ার পর আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। চায়ের দোকান ও সাউন্ড বক্সের দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। অটোরিকশাগুলোর আংশিক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।’
তিনি আরও বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে।’
এআরএস

