ফেনীতে অবকাঠামোগত সমস্যায় জর্জরিত ১৪১টি ভোটকেন্দ্র
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৬:১৩
ছবি : বাংলাদেশের খবর
ফেনী জেলার ১৪১টি ভোটকেন্দ্র নানা অবকাঠামোগত সমস্যায় জর্জরিত। অনেক কেন্দ্রের সীমানা প্রাচীর নেই বা আংশিক রয়েছে, দরজা-জানালা ভাঙা, আবার কিছু কেন্দ্রে বৈদ্যুতিক সংযোগও নেই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চূড়ান্ত হওয়া এসব ভোটকেন্দ্রের সমস্যা চিহ্নিত করে সম্প্রতি তালিকা করেছে নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ৩টি আসনে ৪২৮টি কেন্দ্রে মোট ২৪২৫টি কক্ষ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ১৪১টি কেন্দ্রে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।
জেলায় মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ১৬ হাজার ৩শ ৫ জন। এর মধ্যে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে ৩ লাখ ৮১ হাজার ১৬২, ফেনী-২ (সদর) আসনে ৪ লাখ ৩২ হাজার ৫৬, এবং ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে ৫ লাখ ৩ হাজার ৮৭ জন নারী-পুরুষ ভোটার রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফেনী-১ আসনের পরশুরাম উপজেলায় ১৬টি, ফুলগাজী উপজেলায় ২১টি, ছাগলনাইয়া উপজেলায় ৩০টি, ফেনী-২ আসনের পৌরসভায় ৮টি ও সদর উপজেলায় ৩৫টি, ফেনী-৩ আসনের দাগনভূঞা উপজেলায় ২৬টি কেন্দ্রে অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, এই ধরনের সমস্যা চিহ্নিত কেন্দ্রগুলোর তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিশন সংশ্লিষ্টদের চিঠি প্রদান করবে।
ফেনী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন বলেন, ‘এ ধরনের কোনো তালিকা আমি এখনও পাইনি। নির্বাচন কমিশন থেকে চিঠি এলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) ফেনী জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক বলেন, ‘তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হবে। তখন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় মেরামত করা হবে।’
ফেনী জেলা নির্বাচন অফিসার নাজিম উদ্দীন নির্বাচনি মিটিংয়ে বাইরে থাকায় বক্তব্য দিতে পারেননি।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

