ভালুকায় দুদকের মামলায় সাবেক সাব-রেজিস্ট্রারসহ ৪ জনের কারাদণ্ড
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহের ভালুকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই পৃথক মামলায় সাবেক সাব-রেজিস্ট্রার ফজলার রহমানসহ চারজনকে প্রতিটি মামলায় ৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১ ডিসেম্বর) ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভালুকার সাবেক সাব-রেজিস্ট্রার ফজলার রহমান, জামিরদিয়া এলাকার খোকা মিয়া ও দলিল লেখক আকরাম হোসেন জুয়েল (সনদ নং ৬০৯৫)। এছাড়া দলিলের শনাক্তকারী হিসেবে অভিযুক্ত ছিলেন পালগাঁও গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে রুহুল আমিন। তবে আদালত এনটিভি চেয়ারম্যান মোসাদ্দেক আলীকে বেকসুর খালাস দিয়েছেন।
দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট একে এম আজিজুল হক খান। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান, নজরুল ইসলাম চুন্নু, মোজাম্মেল হক শাকিল ও আব্দুল মোতালেব। মামলার বাদী ছিলেন দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান।
দুদক সূত্র জানায়, ভালুকা উপজেলার পালগাঁও মৌজার এসএ ১২৮৯ নম্বর দাগে অবস্থিত সরকারি বনবিজ্ঞপ্তিভুক্ত ১২৭ শতাংশ জমি অবৈধভাবে রেজিস্ট্রি করে আত্মসাৎ করা হয়েছিল। কৃত্রিমভাবে জমিটির মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা দেখিয়ে দলিল নং ২২৮৬-এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে ২০১৭ সালের ২৯ অক্টোবর ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হয়।
মামলাটি দণ্ডবিধির ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী তদন্ত শেষে আদালত চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রায় ঘোষণা করেন।
দুদকের পিপি অ্যাডভোকেট আজিজুল হক খান বলেন, আদালতের দেওয়া সাজা পর্যাপ্ত নয়। রায় পর্যালোচনা করে দুদক উচ্চ আদালতে আপিল করবে।
রোমান আহমেদ নকিব/এমবি

