Logo

সারাদেশ

ফেনীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

Icon

এম. এমরান পাটোয়ারী, ফেনী

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৬:৩০

ফেনীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে ফেনী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) জেলা জজ কোর্ট প্রাঙ্গণে মানববন্ধনে অংশগ্রহণ করেন আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

মানববন্ধনে বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর মোশারফ হোসেন মানিক, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, অ্যাডভোকেট মোহতাছেম উদ্দিন বিল্লাহ, অ্যাডভোকেট নুরুল আবসার মুকুল প্রমুখ।

আইনজীবীরা বলেন, ফেনীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন না থাকায় এজলাস সংকটে বিচারপ্রার্থীরা সমস্যায় পড়ছেন এবং বিচার কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। বিগত পাঁচ বছর আগে ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও অজ্ঞাত কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত ভবন নির্মাণের কাজ শুরু করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর