Logo

সারাদেশ

গৌরনদীতে ভুয়া চিকিৎসক আটক

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৬:৫২

গৌরনদীতে ভুয়া চিকিৎসক আটক

বাংলাদেশের খবর

বরিশালের গৌরনদীতে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ফিরোজ আহম্মেদ (৪৫) নামের ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করেছে প্রশাসন।

আটককৃত ফিরোজ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠি এলাকার আব্দুল খালেক শেখের ছেলে। সে দীর্ঘ তিন মাস যাবৎ গৌরনদী পৌর এলাকার সুন্দরদী আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে প্রাকটিস সহ জটিল রোগীদের অপারেশন চালিয়ে আসছিলো।

এ ঘটনায় মঙ্গলবার ( ২ডিসেম্বর) আটককৃত ফিরোজ ও হাসপাতালের পরিচালক ফরিদা বেগম বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

অভিযানের নেতৃত্ব প্রদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, ‘এ উপজেলার স্বাস্থ্য সেবার সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে বেশ কিছুদিন যাবৎ অভিযোগ আসছে। সেই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার (১ ডিসেম্বর) রাতে আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে ফিরোজ নামের এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়। আটককৃত ফিরোজ ওই হাসপাতালে ডা. আমিরুল ইসলাম নাম দিয়ে প্রাকটিস করতেন।’

তিনি আরও বলেন, ‘ভুয়া চিকিৎসক ফিরোজ হাসপাতালটিতে অনেক জটিল সার্জারি পরিচালনা করতেন। ফলে অনেক মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। তার যে অপরাধ তাতে বড় ধরনের শাস্তি হওয়া উচিত। যে কারণে তাকে মোবাইল কোর্টের আওতায় না নিয়ে নিয়মিত মামলা দায়েরের জন্য থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অভিযানে উপজেলা হাসপাতালের চিকিৎসক, থানা পুলিশ সহায়তা করেন।’

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, ‘আটককৃত ব্যক্তি ও হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

এস এম মিজান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর