ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহলের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৭:১১
ছবি : বাংলাদেশের খবর
সারাদেশে ৫ আগস্ট ২০২৪-এর পর ইসলামী ব্যাংক পিএলসি থেকে চাকরিচ্যুত সকল কর্মকর্তাদের পুনর্বহলের দাবিতে মানববন্ধন আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আমিরাবাদ বটতলী মোটরস্টেশনস্থ ইসলামী ব্যাংক লোহাগাড়া শাখার সামনে সাতকানিয়া-লোহাগাড়া ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সঞ্চালনা করেন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা সাইফুল আরমান। এতে বক্তব্য রাখেন চাকরিচ্যুত কর্মকর্তারা—নাঈমুল ইসলাম, হুমায়ুন কবির, আসাদুল্লাহ, মো. আব্দুল করিম, আজিজুল হক, মোহাম্মদ সোলাইমান, মিশকাতুল ইসলাম ও পারভেজ রোহান।
বক্তারা বলেন, ‘৫ আগস্টের পর হঠাৎ আমাদের কোনো নোটিশ ছাড়া ইসলামী ব্যাংক পিএলসি থেকে চাকরিচ্যুত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা সকল প্রকার বৈধ ডকুমেন্টের মাধ্যমে চাকরিতে যোগদান করেছি। বর্তমানে আমাদের সরকারি চাকরিতে আবেদন করার বয়স শেষ হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে জীবন যাপন করছি। ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছি। তাই আমাদের চাকরি পুনর্বহল করা প্রয়োজন।’
মানববন্ধনে বক্তারা সরকারের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ইসলামী ব্যাংকের পরিচালকদের প্রতি আবেদন জানান, যেন তারা পুনরায় আমাদের চাকরিতে নিয়োগ দিয়ে পরিবারকে একটি সুন্দর জীবন উপহার দেন।
মানববন্ধনে চাকরিচ্যুত প্রায় ২০০ জন ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
আবুল কালাম আজাদ/এআরএস

