Logo

সারাদেশ

নওগাঁয় ব্রিজের নিচে কাঁথায় মোড়ানো লাশ

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৭:১৩

নওগাঁয় ব্রিজের নিচে কাঁথায় মোড়ানো লাশ

নওগাঁ সদর উপজেলার লিটন ব্রিজের নিচ থেকে আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুর ১টার পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাঁথা মোড়ানো লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নওগাঁ সদর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ লিটন ব্রিজের থেকে একটি সন্দেহজনকভাবে মোড়ানো কাঁথা দেখতে পান পথচারীরা। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ কাঁথাটি সরিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, অন্য কোনো স্থানে ব্যক্তিকে নির্মমভাবে হত্যার পর পরিচয় গোপন করার জন্য কাঁথা মুড়িয়ে লাশটি এখানে ফেলে দেওয়া হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দীক জানিয়েছেন, ‘আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এটি যে একটি হত্যাকাণ্ড, তাতে কোনো সন্দেহ নেই। দ্রুত অপরাধীদের খুঁজে বের করতে আমরা তদন্ত শুরু করেছি।’

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এম এ রাজ্জাক/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর