Logo

সারাদেশ

খাগড়াছড়িতে পালিত হলো পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৭:১৯

খাগড়াছড়িতে পালিত হলো পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি

ছবি : বাংলাদেশের খবর

নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালেই জেলা সদরে মারমা উন্নয়ন সংসদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতারা অভিযোগ করেন, ‘রক্তক্ষয়ী পথ পাড়ি দিয়ে পার্বত্য চট্টগ্রামের সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদিত হয়। কিন্তু দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময়ের মধ্যে চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়িত হয়নি। ফলে রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্য অর্জিত হয়নি। চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার প্রধান কারণ হচ্ছে চুক্তির ৭২টি ধারা এখনও পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। এছাড়া সরকার চুক্তির বাস্তবায়ন নিয়ে মিথ্যাচার করছে। এখনো ৩৪টি ধারা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি।’

বক্তারা আরও বলেন, পার্বত্য চুক্তি কার্যকর করে পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে হবে। সরকার অবিলম্বে চুক্তি বাস্তবায়নে উদ্যোগ না নিলে ধারাবাহিক আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

সমাবেশে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সুভাষ কান্তি চাকমা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, রবি শংকর চাকমা, প্রিয় কুমার চাকমা, কাকলী খীসা, চম্পা চাকমা, চেয়ারম্যান সুজন চাকমা ও রনিক ত্রিপুরা।

এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা গণসমাবেশে অংশ নেন।

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর