মির্জাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৯
ছবি : বাংলাদেশের খবর
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইলের মির্জাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) রাতে উপজেলার গোড়াই ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল-আমিন সিকদার।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি–সমৃদ্ধি কামনাও করা হয়।
মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী অংশ নেন।
রাব্বি ইসলাম/এআরএস

