Logo

সারাদেশ

বরগুনা জেলা বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৮:০৩

বরগুনা জেলা বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জেলার আওতাধীন সব উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় বিএনপি। সোমবার রাতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ সংগঠনগুলো পুনর্গঠনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বরগুনা জেলার সব উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

অন্যদিকে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, দেশের সাধারণ মানুষও দুশ্চিন্তায় রয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে নিজের বাসভবনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত কোরআনখানি ও সাদাকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই কার্যক্রম তত্ত্বাবধান কালে তিনি এসব কথা বলেন।

এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর