Logo

সারাদেশ

সোনারগাঁয়ে কবুতরের বাচ্চা বিড়ালে খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৮:২২

সোনারগাঁয়ে কবুতরের বাচ্চা বিড়ালে খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত নাসিরউদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার সংঘর্ষের দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নাসিরউদ্দীন শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

এঘটনার নিহতের ছোট ভাই আক্তার হোসেন সোনারগাঁ থানায় আসাদুল্লাহ (৫০), আবির (২৫), অভি (২৮), জুলেখা আক্তার বেবি (৩৮) ও রাসেল (৩৮)–সহ অজ্ঞাত আরও দুই–তিনজনকে আসামি করে মামলা করেন।

আক্তার হোসেন বলেন, ‘রোববার আমার কবুতরের বাচ্চা আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে আমি তার কাছে বিষয়টি জানাতে যাই। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা আমার ও আমার বড় ভাইসহ পরিবারের লোকজনের ওপর হামলা চালায়। এতে ভাই গুরুতর আহত হন। পরে তাঁকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করি। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।’

বিবাদী আসাদুল্লাহর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সজিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর