Logo

সারাদেশ

উখিয়ায় রহিমা হত্যাকাণ্ডে স্বামী গ্রেপ্তার

Icon

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০

উখিয়ায় রহিমা হত্যাকাণ্ডে স্বামী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় তচ্ছাখালী খালে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ পাওয়ার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে লাশটি শনাক্ত করা হয় রহিমা আক্তার (৩০) নামে, যিনি নিখোঁজ হয়েছিলেন প্রায় এক সপ্তাহ আগে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসে, এই হত্যাকাণ্ডের সঙ্গে তার স্বামী জসিম উদ্দিনের সম্পর্ক রয়েছে।

লাশ উদ্ধারের পর র‌্যাব-১৫ ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১ ডিসেম্বর) চট্টগ্রামের বোয়ালখালী থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

রহিমা আক্তার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। ১০ বছর আগে তিনি পাশের ইউনিয়নের জসিম উদ্দিনের সঙ্গে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকে জসিম শ্বশুরবাড়িতেই থাকতেন। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চললেও সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা বাড়তে থাকে। পরিবার জানায়, জসিম প্রায়ই তালাকের হুমকি দিতেন।

৬ নভেম্বর রাতে জসিম রহিমাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রহিমার নিখোঁজের পর পুলিশ, পরিবার ও স্থানীয়রা তার খোঁজাখুঁজি করছিলেন।

সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক জানিয়েছেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে দীর্ঘদিনের দাম্পত্য কলহ এবং পরিকল্পিত হত্যার তথ্য। তবে তদন্ত এখনও চলমান এবং মামলার অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ওমর ফারুক/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর