Logo

সারাদেশ

এক বছরের সাজা থেকে বাঁচতে ৪১ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

Icon

ফেনী (ফুলগাজী) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ২০:৫২

এক বছরের সাজা থেকে বাঁচতে ৪১ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদাহাট ইউনিয়নের মনিপুর গ্রামের বাহার উদ্দিন মজুমদার, দলিল জালিয়াতির ঘটনায় এক বছরের সাজা থেকে বাঁচতে ৪১ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন।

ফুলগাজী থানা পুলিশ সূত্রে জানা যায়, মামলার রায় ঘোষণার পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরিচয় গোপন করতে বিভিন্ন সময় ছদ্মনাম ব্যবহার, ঠিকানা পরিবর্তন এবং এলাকায় যাতায়াত সীমিত রাখাসহ নানা কৌশল অবলম্বন করতেন। এ কারণে এতদিন তাকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

পলাতক অবস্থায় বাহার উদ্দিন শ্রমিক পরিচয়ে বিভিন্ন স্থানে কাজ করতেন এবং নিজের আসল পরিচয় গোপন রাখতেন। তবে চার দশক পর তার ছদ্মবেশ আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি।

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ফুলগাজী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) এম এ হোসেনের নেতৃত্বে আমজাদহাট মনিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) এম এ হোসেন জানান, ‘দীর্ঘদিন পলাতক থাকা দলিল জালিয়াতির সাজাপ্রাপ্ত আসামি বাহার উদ্দিন মজুমদারকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর