Logo

সারাদেশ

কালিয়াকৈরে কারখানার পানি পানে ৩ শতাধিক শ্রমিক অসুস্থ

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ২১:১২

কালিয়াকৈরে কারখানার পানি পানে ৩ শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোয়াজ উদ্দিন টেক্সটাইল নামের একটি তৈরি পোশাক কারখানায় পানি পানের পর তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোয়াজ উদ্দিন টেক্সটাইল নামের একটি তৈরি পোশাক কারখানায় পানি পানের পর তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শ্রমিকদের অসুস্থতার পর মঙ্গলবার (২ ডিসেম্বর) একদিনের ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কারখানার পানি পান করার পরপরই শ্রমিকদের মধ্যে মাথা ব্যথা, পেট ব্যথা ও ডায়রিয়ার উপসর্গ দেখা দিতে থাকে। রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে।

অসুস্থদের মধ্যে অন্তত ৫০ জনকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) ভর্তি করা হয়েছে। বাকিদের সফিপুর তানহা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সফিপুর তানহা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম বলেন, আমাদের হাসপাতালে যেসব শ্রমিক এসেছেন, তারা সবাই খাদ্য বা পানিতে বিষক্রিয়ায় আক্রান্ত। বেশিরভাগেরই মারাত্মক ডায়রিয়া হয়েছে। কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় তাদের আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে।

কারখানার শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার জানান, সোমবার সন্ধ্যা থেকেই অনেকে অসুস্থ হয়ে পড়ছিলেন, কিন্তু তখনও কারখানা বন্ধ করা হয়নি। মঙ্গলবার সকালে কাজে ঢোকার পরও অনেকেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

তানহা হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক রহিমা আক্তার জানান, কারখানায় পানি পান করার কিছুক্ষণ পরই পেট ব্যথা শুরু হয়। পরে ডায়রিয়া দেখা দেয়।

মোয়াজ উদ্দিন টেক্সটাইলের ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমরা তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করেছি। অসুস্থ সব শ্রমিকের চিকিৎসার ব্যয় কারখানা কর্তৃপক্ষ বহন করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পানি কীভাবে দূষিত হলো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

মো. দেলোয়ার হোসেন/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পোশাক শ্রমিক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর