Logo

সারাদেশ

মামাতো ভাইয়ের সাথে টাইলস কিনতে গিয়ে প্রাণ হারাল স্কুলছাত্র

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩

মামাতো ভাইয়ের সাথে টাইলস কিনতে গিয়ে প্রাণ হারাল স্কুলছাত্র

মাগুরার শ্রীপুরে মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে হাবিবুর রহমান নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। এ সময় হাবিবুর রহমানের মামাতো ভাই মহিন মোল্যাও আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের বিলসুনাই চরপাড়া নতুন মসজিদের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মহিন মোল্লা তার বাড়ির টাইলস কেনার জন্য ফুপাতো ভাই হাবিবুরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ বাজারের দিকে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে বিলসুনাই চরপাড়া নতুন মসজিদের সামনে পাকা রাস্তার ওপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গরু বহনকারী নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের পিছনে বসা হাবিবুর রহমানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত অপর মোটরসাইকেল চালক কিশোর মহিন মোল্যাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে স্থানীয়রা নছিমন চালক বিপ্লবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

হাবিবুরের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাছিন জামান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর