Logo

সারাদেশ

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জাহিরুল ইসলাম (৪২) নামের এক শ্রমিকের। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার তিরনইহাট ইউনিয়নের তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের খয়খাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জাহিরুল ওই ইউনিয়নের দরগাশিং এলাকার আমির আলীর ছেলে। তিনি ট্রাকে লোড-আনলোড লেবার ছিলেন বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে জাহিরুল ইসলাম খয়খাটপাড়ার মহাসড়কের উপর ট্রাক ঘুরানোর সিগন্যাল দিচ্ছিলেন। ওই সময় বাংলাবান্ধা হতে পঞ্চগড়গামী ঢাকা মেট্রো ট-১৮-৯০২৪ নম্বরের একটি ট্রাক এসে জাহিরুলকে ধাক্কা দেয়।

এতে সে বুকে আঘাত পান ও গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ট্রাক রেখে চালক পালিয়ে যায়। 

তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশিস বিশ্বাস জানান, ‘সড়কে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।’

এসকে দোয়েল/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর