Logo

সারাদেশ

উখিয়ার উন্নয়ন ও জনসেবায় ইউএনও কামরুল

Icon

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:১২

উখিয়ার উন্নয়ন ও জনসেবায় ইউএনও কামরুল

‎উন্নয়ন, সেবাদান ও প্রশাসনিক স্বচ্ছতায় উখিয়ায় নতুন ইতিহাস সৃষ্টি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি যে ধারাবাহিক দায়িত্বশীলতা, কর্মতৎপরতা ও মানবিকতা দেখিয়েছেন, তা উখিয়ার জনমানসে নতুন আস্থা তৈরি করেছে। সেবা, সততা ও উন্নয়নমুখী কার্যক্রমে উখিয়ার প্রশাসন এখন পুরো জেলার নজরকাড়া একটি দৃষ্টান্ত।

‎বিসিএস (প্রশাসন) ৩৫তম ব্যাচের এই কর্মকর্তা লামায় সফলভাবে দায়িত্ব পালন শেষে গত বছরের ডিসেম্বরে উখিয়ায় যোগদান করেন। তার যোগদানকে কেন্দ্র করে প্রশাসনে ইতিবাচক গতি তৈরি হয়। সরকারি দপ্তরের কাজে স্বচ্ছতা, দ্রুত সেবা, মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি এবং মানুষের সমস্যা সরাসরি শোনা-এসব কারণে তিনি স্বল্প সময়েই উখিয়ার মানুষের প্রিয় প্রশাসক হয়ে উঠেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত কয়েক মাসে উখিয়ার অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, জনদুর্ভোগ নিরসন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে একাধিক প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হয়েছে।

‎পূর্বের তুলনায় এখন অভিযোগ নিষ্পত্তির হার বেড়েছে, দাপ্তরিক কার্যক্রম দ্রুত হচ্ছে এবং সরকারি সেবা মানুষের কাছে আরও সহজলভ্য হয়েছে। কোনো সমস্যা দেখা দিলে ইউএনও কামরুল হোসেন চৌধুরী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন-যা প্রশাসনের কাজে নতুন গতি এনে দিয়েছে।

‎স্থানীয়দের ভাষায়, ‘উখিয়ার প্রশাসনে এমন গতিশীলতা বহু বছর দেখা যায়নি। ইউএনও সাহেবের আন্তরিকতা ও কাজের মানসিকতা পুরো ব্যবস্থাপনাকে বদলে দিয়েছে।’

‎শিক্ষা খাতে তাঁর অবদান-উখিয়ার জন্য দুর্লভ অর্জন উখিয়ার শিক্ষা কাঠামোকে এগিয়ে নিতে ইউএনও যে পদক্ষেপগুলো নিয়েছেন, তা এলাকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় সম্ভাবনার সৃষ্টি করেছে।

‎উপজেলা প্রশাসন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উখিয়ার শিক্ষাক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচনা হয়েছে। একইসঙ্গে রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকায় প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে দীর্ঘদিন ধরেই শিক্ষা সুবিধাবঞ্চিত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দেওয়া হয়েছে।

‎এছাড়া টিএন্ডটি গুচ্ছগ্রামে ‘স্বপ্নযাত্রা শিক্ষা কেন্দ্র’ প্রতিষ্ঠা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়মিত শিক্ষার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উদ্যোগের ফলে শিক্ষা খাতে উখিয়ার অবস্থান শক্তিশালী হচ্ছে।

‎স্বাস্থ্য, পরিবেশ ও মানবসেবায় ধারাবাহিক তদারকি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি নিয়মিত হাসপাতাল ও উপস্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন চালাচ্ছেন। ওষুধ ব্যবস্থাপনা, মাতৃসেবা ও জরুরি চিকিৎসা সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রশাসনের কঠোর মনিটরিং অব্যাহত রয়েছে।

‎পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায়ও তিনি নতুন মানদণ্ড তৈরি করেছেন। বাজার, রাস্তা, জনসমাগম এলাকা এবং সরকারি ভবনগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জলাবদ্ধতা নিরসন, বর্জ্য অপসারণ ও পরিবেশ সচেতনতা তৈরিতে পুরো প্রশাসন এখন সক্রিয়।

‎পরিবেশ পরিচ্ছন্নতায় বিডি ক্লিনের সঙ্গে সমন্বিত অভিযান উখিয়া উপজেলা প্রশাসন পরিবেশকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়ার সঙ্গে নিবিড় সমন্বয়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন বাজার, জনপথ ও গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনা অপসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং ‘ময়লামুক্ত উখিয়া’ বাস্তবায়নে প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের যৌথ প্রচেষ্টা ইতোমধ্যেই দৃষ্টিগ্রাহ্য ফলাফল তৈরি করেছে। এই সহযোগিতামূলক কর্মকাণ্ড উখিয়ার পরিবেশ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করছে।

‎মানুষের ভালোবাসায় সিক্ত একজন নির্লোভ প্রশাসকের প্রশংসনীয় বিষয় হলো-বহু উন্নয়নমূলক কাজের পরও তিনি কখনো কৃতিত্ব নিজের নামে দাবি করেন না। বরং তিনি সবসময়ই সাফল্যের অংশীদার হিসেবে দেখেন স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের। প্রচারের চেয়ে মাঠে থেকে কাজ করাই তার মূল লক্ষ্য।

‎উখিয়া-একটি উদীয়মান মডেল উপজেলা‎ প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, পরিচ্ছন্নতা ও জনসেবায় যে ধারাবাহিক অগ্রগতি উখিয়ায় দেখা যাচ্ছে-স্থানীয়দের বিশ্বাস, এই ধারা অব্যাহত রাখতে পারলে খুব শিগগিরই উখিয়া দেশের অন্যতম মডেল উপজেলায় পরিণত হবে।

‎উন্নয়ন, মানবিকতা ও দায়িত্ববোধ-এই তিন স্তম্ভে ভর করে ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী উখিয়ার জন্য তৈরি করছেন একটি নতুন ভবিষ্যৎ।

‎ওমর ফারুক/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইউএনও

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর