ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় আব্দুল কুদ্দুস খান (৪০) নামের এক বেকারি হকারের মৃত্যু হয়েছে।
নিহত কুদ্দুস উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের ইঙ্গুল খানের ছেলে। সে স্থানীয় একটি বেকারির হকার ছিলেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, ‘মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত নয়টার দিকে টরকী বাসস্ট্যান্ড থেকে নিজের বেকারি ভ্যানযোগে বার্থী বাজারের দিকে যাচ্ছিলেন কুদ্দুস। পথিমধ্যে মহাসড়কের সাউদের খালপাড় এলাকায় অজ্ঞাতনামা বেপরোয়াগতির বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানিয়েছেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘাতক বাসকে শনাক্তের চেষ্টা চলছে।’
এস এম মিজান/এনএ

