Logo

সারাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লায় পশু সদকা ও দোয়া

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৪:১৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লায় পশু সদকা ও দোয়া

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লায় মানবিক ও ধর্মীয় উদ্যোগ অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন এতিমখানায় পশু সদকা প্রদান, দোয়া-মাহফিল, কুরআন খতম ও খাবার বিতরণ অনুষ্ঠিত হচ্ছে ধারাবাহিকভাবে।

বুধবার (৩ ডিসেম্বর) এই কর্মসূচির ৭ম দিনের অনুষ্ঠান হয়। কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বিভিন্ন এতিমখানার প্রধানদের হাতে সদকার পশু— খাসি ও ছাগল তুলে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার বর্ষীয়ান বিএনপি নেতা ও সদর দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি এসএ বারী সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, শহীদুল্লাহ রতন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুব চৌধুরী, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মহানগর বিএনপি নেতা সাজ্জাদুল কবির সাজ্জাদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রদল নেতা রবিন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন এতিমখানার প্রধানরা।

কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে কুমিল্লার ১৬টি মাদ্রাসায় পশু সদকা বিতরণ সম্পন্ন হয়েছে। সদকা প্রদান শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা ইব্রাহিম খলিল। তিনি দোয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

অন্যদিকে, ধারাবাহিক দোয়া-মাহফিলের অংশ হিসেবে এদিন নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ে দিনব্যাপী কুরআন খতম ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পরে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

নেতারা বলেন, ব্যক্তিগত শ্রদ্ধা ও মমতা থেকেই হাজী আমিন উর রশিদ ইয়াছিন এই মানবিক উদ্যোগ নিয়েছেন। তিনি শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে নিজে সময়, শ্রম ও অর্থ ব্যয় করে কর্মসূচিগুলো বাস্তবায়ন করছেন। এতে সাধারণ মানুষ, এতিম শিশু, মাদ্রাসার শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি যুক্ত হয়েছে।

বক্তারা আরও বলেন, দেশব্যাপী মানুষের ভালোবাসা ও প্রার্থনা বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছে। কুমিল্লার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীরা পর্যন্ত তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

আয়োজকরা জানান, আগামী দিনগুলোতেও কুমিল্লার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও সামাজিক প্রতিষ্ঠানে সদকা বিতরণ অব্যাহত থাকবে। পাশাপাশি খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজনও চলবে নিয়মিতভাবে।

আনোয়ার হোসাইন/এমএইচএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর