Logo

সারাদেশ

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, অল্পের জন্য বেঁচে গেল প্রাণ

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৩২

পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, অল্পের জন্য বেঁচে গেল প্রাণ

চট্টগ্রামের পটিয়ায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে গেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে পটিয়া বাইপাসের গিরিশ চৌধুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বিস্ময়করভাবে চালক ও হেলপার দুজনই অক্ষত অবস্থায় রক্ষা পান।

হাইওয়ে পুলিশ জানায়, ‘চট্টগ্রাম থেকে চকরিয়ার উদ্দেশে্য যাত্রাকালে ট্রাকটি একটি বাঁকে গিয়ে হঠাৎ স্লিপ করে নিচে নেমে যায়। ধারণা করা হচ্ছে দীর্ঘসময় গাড়ি চালানোর কারণে চালকের ক্লান্তি ও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ‘

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজে সহায়তা করেন। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আলাউদ্দিন বলেন, ‘ঘটনাস্থল ঝুঁকিপূর্ণ। চালক ক্লান্ত থাকায় হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারায়। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি।’

এদিকে স্থানীয়রা জানান, ট্রাকটি খাদে পড়ার সময় যে শব্দ হয়, তাতে বড় দুর্ঘটনার আশঙ্কা করা হয়েছিল। পরে চালক-হেলপার সুস্থ দেখে সবাই স্বস্তির নিশ্বাস ফেলেন।

ইমরান হোসেন মুন্না/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর