খাগড়াছড়িতে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:১৮
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) সকালে প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি পৌর টাউন হলে বেলুন উড়িয়ে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবসের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এতে প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণে পৌর টাউন হল থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এসে শেষ করে। এবং অফিসার্স ক্লাব মিলনায়তনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের, খাগড়াছড়ি জেলা পরিষদ সমাজসেবা কার্যালয় আহ্বায়ক সাথোয়াই প্রু চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী রবি সংকর তালুকদার।
সভায় বক্তারা বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ব্যাপক কর্মসূচি গ্রহণ করছেন।’
বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে সহায়তা করে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। আর উন্নয়নে ধারা আগামীতে সরকার গঠন হলে দেশ সবক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে তারা মন্তব্য করেন।
এতে খাগড়াছড়ি জেলা সমাজসেবা উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) রোকেয়া বেগম, শহর সমাজ সেবা কার্যালয় কর্মকর্তা মো. নাজমুল আহসান সহ নয় উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ সহ জেলা ও উপজেলার ৬৬ জন প্রতিবন্ধীদের ২৩ লক্ষ ৭৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। এছাড়াও ৬জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ৪৫ হাজার ২শ ৮ টাকা প্রদান করা হয়।
ছোটন বিশ্বাস/এনএ

