Logo

সারাদেশ

জামায়াত কামরুজ্জামান চাচাকে ভুলে গেছে : ডা. প্রিয়াঙ্কা

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৩

জামায়াত কামরুজ্জামান চাচাকে ভুলে গেছে : ডা. প্রিয়াঙ্কা

ছবি : সংগৃহীত

বিএনপির মনোনীত সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী এবং ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর ‘অন্যায়ভাবে জুলুম-নির্যাতন’ করা হয়েছে এবং যথাযথ চিকিৎসা করতে না দেওয়ায় তিনি এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। তার রোগমুক্তির জন্য তিনি সবার কাছে দোয়া চান।

শেরপুর-১ আসন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই আসনে চারদলীয় জোটের পূর্ববর্তী প্রার্থী ছিলেন মরহুম কামরুজ্জামান চাচা। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুদণ্ড নিয়ে নানা প্রশ্ন রয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী বিষয়টি নিয়ে কোনো কথা বলছে না। তারা কামরুজ্জামান চাচাকে ভুলে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমি এমপি নির্বাচিত হতে পারলে কামরুজ্জামান চাচার স্বপ্ন—চক্ষু হাসপাতালসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প—বাস্তবায়নের চেষ্টা করব। উন্নয়নবঞ্চিত এলাকাগুলোতে অবশ্যই উন্নয়ন করব।’

২ ও ৩ ডিসেম্বর শেরপুর পৌরসভার তাতালপুর ও নওহাটা এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাবেক কোষাধ্যক্ষ এমদাদুল হক মাস্টারসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

শাহরিয়ার শাকির/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি ধানের শীষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর