Logo

সারাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফলে বিএনপি নেতার গরু সদকা

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফলে বিএনপি নেতার গরু সদকা

ছবি : বাংলাদেশের খবর

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও আরোগ্য কামনায় পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন ব্যক্তিগত উদ্যোগে একটি গরু সদকা দিয়েছেন। তার এই উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বাউফল পৌরসভার ৪ নং ওয়ার্ডের সৈয়দ মিয়ার বাড়িতে গরুটি জবাই করে সদকা প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়ার দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছে। এ অবস্থায় আল্লাহর রহমত কামনা করে বাউফলের বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেনিন নিজ উদ্যোগে একটি গরু কিনে সদকা প্রদান করেন। সদকার মাংস স্থানীয় এতিমখানা, অসহায় মানুষ ও দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

সদকা প্রদানকারী বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের দলের নেতা নন, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনা করে আমি ব্যক্তিগতভাবে এই সদকার আয়োজন করেছি। আল্লাহর কাছে দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্ব আজও অত্যন্ত প্রয়োজন।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর