আলফাডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কমিটিতে নাম দেখে বিস্মিত ব্যবসায়ী
পদ প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:০৫
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কমিটিতে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে নিজের নাম দেখে বিস্মিত হয়েছেন মো. জাকির হোসেন মুরাদ নামে এক ব্যবসায়ী।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সামনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে পদটি প্রত্যাখ্যান ও কমিটি থেকে নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
জাকির হোসেন মুরাদ উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, কিছুদিন আগে তিনি জানতে পেরেছেন যে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম হোসেন ও সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেনের স্বাক্ষরিত কমিটিতে তার নাম কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে অন্তর্ভুক্ত রয়েছে।
রাজনীতিতে কোনো সংশ্লিষ্টতা না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই এবং আওয়ামী লীগ সমর্থনও করি না। তাই আমি গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি থেকে আমার নাম বাতিল করতে চাই।’
তিনি জোর দিয়ে জানান, পূর্বেও তিনি কোনো রাজনীতিতে যুক্ত ছিলেন না এবং বর্তমানেও কোনো রাজনীতি করেন না।
মিয়া রাকিবুল/এআরএস

