জয়পুরহাটে মধ্যরাতে দুর্বৃত্তের হামলায় নারী নিহত, স্কুলছাত্রী আহত
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১৪
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
জয়পুরহাট সদর উপজেলার চকবরকতের চিরলা গ্রামে মধ্যরাতে দুর্বৃত্তদের হামলায় এক নারী নিহত এবং তার ভাতিজি স্কুলছাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুর নাহার (৪৫) এবং তার ভাতিজি খাদিজা (১৫) একই কক্ষে ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা গভীর রাতে ঘরে ঢুকে টিউবওয়েলের হাতল দিয়ে তাদের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা পাশের ঘরে থাকলেও কোনো শব্দ শুনতে পাননি।
উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুইজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পথে নুর নাহার মারা যান। আহত খাদিজা বর্তমানে হাসপাতাল চিকিৎসাধীন।
-69300cdd5caf0.jpg)
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সদর থানার তদন্তকারী কর্মকর্তা নাজমুল কাদের এবং গোয়েন্দা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে সত্যতা জানা যাবে।’
মাহফুজ রহমান/এআরএস

