Logo

সারাদেশ

নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

শ্রীপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের টানা কর্মবিরতি

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:২৪

শ্রীপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের টানা কর্মবিরতি

ছবি : বাংলাদেশের খবর

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে গাজীপুরের শ্রীপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবারকল্যাণ সহকারীরা সারাদেশের মতো টানা কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তারা এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে আসছি। কিন্তু চাকরি রাজস্ব খাতে হলেও আমাদের কোনো পদোন্নতি নেই।’

তারা আরও অভিযোগ করেন, নিয়োগবিধি না থাকায় পদোন্নতি, বেতনগ্রেড উন্নীতকরণ, চাকরিগত মর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত হচ্ছেন। বহুবার লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করার পরও সমস্যার সমাধান হয়নি।

মাওনা ইউনিয়নের একজন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা বলেন, ‘আমরা মাঠপর্যায়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য ও পরিকল্পনা সেবা পৌঁছে দিচ্ছি। তারপরও বছরের পর বছর আমাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।’

তেলিহাটি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মকবুল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য দাবির জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। নিয়োগবিধি বাস্তবায়ন ছাড়া আমরা কর্মস্থলে ফিরব না।’

আতাউর রহমান সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কর্মবিরতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর