বাগেরহাটে জন্ম ও মৃত্যু নিবন্ধন সচেতনতা বাড়াতে রোড শো
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩০
ছবি : বাংলাদেশের খবর
‘পরিচয় সবার অধিকার, নিবন্ধন সবার দায়িত্ব’ এই স্লোগানে বাগেরহাটে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বর্ণাঢ্য ক্যাম্পেইন ও রোড শো অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় বাগেরহাট সিএসও হাব ও ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. গোলাম বাতেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ) জয়দেব চক্রবর্তী, সিএসও হাবের সভাপতি মাহাবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, আইআরভি সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ জয়সহ সিএসও হাবের সদস্য এবং জেলাব্যাপী ১৫টি সংগঠনের প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ।
জেলা প্রশাসক মো. গোলাম বাতেন বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধুমাত্র নথিভুক্তির বিষয় নয়, এটি প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করার প্রথম ধাপ। সবাইকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে।’
অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলার ৬টি ইউনিয়ন—বেমরতা, গোটাপাড়া, বিষনুপুর, বারুইপাড়া, যাত্রাপুর ও ষাটগম্বুজ—পরিষদ প্রদক্ষিণে অংশ নেয়। আয়োজকরা জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও ইউনিয়নে এই ধরনের কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে।
শেখ আবু তালেব/এআরএস

