Logo

সারাদেশ

পলাশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৪

পলাশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (৩ ডিসেম্বর) অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা চলা এ কর্মবিরতিতে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত হয়। এতে অসংখ্য রোগী ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারীরা জানান, সমমানের অন্যান্য ডিপ্লোমাধারীরা বর্তমানে ১০ম গ্রেডে বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা পাচ্ছেন, কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এখনও ১১তম গ্রেডে রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরে তারা নিয়মতান্ত্রিকভাবে দাবি আদায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাদের গ্রেড পরিবর্তন সংক্রান্ত ফাইল প্রক্রিয়াধীন থাকলেও অযৌক্তিক সময়ক্ষেপণ ও জটিলতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তাদের।

কর্মসূচিতে নেতৃত্বদানকারীরা বলেন, ‘আমরা সব দফতরিক প্রক্রিয়া ও চাহিদা পূরণ করেছি। তারপরও আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া দুঃখজনক। অবিলম্বে ১০ম গ্রেডের সিদ্ধান্ত কার্যকর না করা হলে আগামী ৪ ডিসেম্বর থেকে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।’

তবে জরুরি বিভাগ এই কর্মবিরতির বাইরে রাখা হয়েছে। তবু বহির্বিভাগে সেবা বন্ধ থাকায় হাসপাতালের বারান্দায় সকাল থেকে রোগী ও স্বজনদের ভিড় দেখা যায়। অনেকে চিকিৎসা না পেয়ে হতাশা নিয়ে ফিরে যান।

স্থানীয় সচেতন মহল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে দ্রুত ইতিবাচক সমাধান নেওয়া হোক, যাতে সাধারণ জনগণের দুর্ভোগ কমানো যায়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কর্মবিরতি জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর