Logo

সারাদেশ

বার্ষিক পরীক্ষা বর্জন করে ভূঞাপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি পালন

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১

বার্ষিক পরীক্ষা বর্জন করে ভূঞাপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি পালন

গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে। ছবি : বাংলাদেশের খবর

তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বার্ষিক পরীক্ষা বর্জনের মাধ্যমে কর্মবিরতি পালন করছেন। বুধবার (৩ ডিসেম্বর) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও দপ্তরির মাধ্যমে পরীক্ষা নেওয়া হলেও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা না নেওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার থেকে শিক্ষকরা পরীক্ষা বর্জন ও কর্মবিরতি শুরু করেন। তারা জানান, দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় এ কর্মসূচি অব্যাহত রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, সারাদেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত। এদের মধ্যে অধিকাংশই সহকারী শিক্ষক। প্রধান শিক্ষকরা বর্তমানে দশম গ্রেডে উন্নীত হয়েছেন, কিন্তু সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন-ভাতা পাচ্ছেন। দীর্ঘদিন ধরে গ্রেড উন্নীতকরণের দাবিতে আন্দোলন চলে আসছে।

শিক্ষকেরা দাবি করছেন, দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রদত্তি এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি। তবে সরকার আপাতত ১১তম গ্রেডের সুপারিশ করেছে, শিক্ষকরাও সেই বাস্তবায়নের দাবিতে অবস্থান নিয়েছেন।

গোবিন্দাসী সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান বলেন, ‘শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছে। আমি পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী নিয়ে পরীক্ষা নিচ্ছি। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা আক্তার ভানু বলেন, ‘সহকারী শিক্ষকদের তিনটি দাবি রয়েছে। আমরা চাই বিষয়টি দ্রুত সমাধান করা হোক, যাতে শিক্ষকরা কাজে যোগ দিতে পারেন।’

আব্দুল লতিফ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কর্মবিরতি শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর