সাভারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৪
ছবি : বাংলাদেশের খবর
দশম গ্রেডে বেতনের দাবিতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তারা দাবি পূরণ না হলে আগামী ৪ ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে ‘হাসপাতাল শাটডাউন’ করার হুঁশিয়ারি দিয়েছেন।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট রাসেল আহমেদ বলেন, ‘আমরা সমগ্র দেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পূর্বঘোষিত কর্মবিরতির অংশ হিসেবে আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছি। আমাদের কেন্দ্রীয় দাবি বাস্তবায়িত না হলে আগামীকাল সারাদিনের কমপ্লিট শাটডাউন বাস্তবায়ন করা হবে।’
এআরএস

