রূপগঞ্জে জন্মগত প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৮
ছবি : বাংলাদেশের খবর
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মগত শারীরিক প্রতিবন্ধী সাত বছরের এক শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের হতদরিদ্র পরিবারের শিশুটির মা নাসরিন আক্তারের হাতে হুইলচেয়ারটি তুলে দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। তিনি এটি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করেন।
ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিবন্ধী শিশুদের প্রতি দায়িত্ববোধ থেকেই এটি আমার ব্যক্তিগত উদ্যোগ। সমাজের সামর্থ্যবানরা প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’
হতদরিদ্র পরিবারের শিশু কন্যাটি দীর্ঘদিন শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক চলাফেরা করতে পারছিল না। হুইলচেয়ার না থাকায় মা নাসরিন আক্তারকে প্রতিনিয়ত নানা ভোগান্তির সম্মুখীন হতে হতো। স্থানীয় জন প্রতিনিধির মাধ্যমে সাহায্যের আবেদন পৌঁছানোর পর ইউএনও এ সহায়তার ব্যবস্থা করেন।
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত মা নাসরিন আক্তার বলেন, ‘আমার মেয়েটি কোথাও যেতে পারত না। আজ হুইলচেয়ার পেয়ে আমরা সত্যিই স্বস্তি পেয়েছি। ইউএনও স্যারসহ সকলের প্রতি কৃতজ্ঞ।’
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। হুইলচেয়ার পেয়ে শিশুটি ও তার মা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন।
আকাশ/এআরএস

