চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৬
ছবি : বাংলাদেশের খবর
চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহানন্দা ব্যাটালিয়ান ৫৯-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (৩ ডিসেম্বর) বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।
সদর উপজেলার গোবরাতলায় ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজনটি করা হয়। অনুষ্ঠানটি কেক কাটা, আলোচনা সভা, ব্যাটালিয়ন সমাবেশ এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে সম্পন্ন হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. মোস্তাফিজুর রহমান, মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. এ.এন.এম ওয়াসিম ফিরোজ, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনসহ জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উদ্যাপন কার্যক্রমে অংশগ্রহণকারীরা বিজিবির নানান কার্যক্রম ও সেবার প্রশংসা করেন এবং ব্যাটালিয়নের সাফল্য ও অগ্রগতি নিয়ে আলোচনায় অংশ নেন।
বদিউজ্জামান রাজাবাবু/এআরএস

