ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, স্বাস্থ্যসেবা অচল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৭:০৩
ছবি : বাংলাদেশের খবর
দশম গ্রেড (দ্বিতীয় শ্রেণি) পদমর্যাদা বাস্তবায়নের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকে অর্ধদিবসের কর্মবিরতি পালন করেছেন।
এ কর্মসূচির কারণে হাসপাতালের প্যাথলজি বিভাগ, ল্যাব সেবা এবং সরকারি বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আন্দোলনকারীরা জানান, সমশিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কেবল তারা দ্বিতীয় শ্রেণি (১০ম গ্রেড) মর্যাদা থেকে বঞ্চিত। তারা অভিযোগ করেন, ডিপ্লোমা প্রকৌশলীরা ১৯৯৪ সালে, ডিপ্লোমা নার্সরা ২০১১ সালে এবং ডিপ্লোমা কৃষিবিদরা ২০১৮ সালে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হলেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনো সেই সুবিধা পাচ্ছেন না। দীর্ঘদিনের বঞ্চনা থেকে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।
এর আগে গত ৩০ নভেম্বর দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হলেও কোনো অগ্রগতি না হওয়ায় আজ অর্ধদিবসের কর্মসূচি দেওয়া হয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।’
অংশ হিসেবে আগামী ৪ ডিসেম্বর সারাদিনব্যাপী পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। হঠাৎ সেবা বন্ধ হয়ে যাওয়ায় ফরিদপুরসহ আশপাশের জেলার রোগীরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে জরুরি প্যাথলজি পরীক্ষা ও সরকারি ওষুধ সরবরাহ বন্ধ থাকায় রোগী ও অভিভাবকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
অপূর্ব অসীম/এআরএস

