শ্রীমঙ্গলে পলিফাইবার ফেক্টরিতে টলি চাপায় শ্রমিক নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৭:১৬
ছবি : বাংলাদেশের খবর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনি পলিফাইবার ফেক্টরির ভিতরে টলি চাপায় এক মহিলা শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের সরকার বাজারের রশনি পলিফাইবার ফেক্টরির ভিতরে এই ঘটনা ঘটে। নিহতের নাম মার্জিয়া বেগম (৪০)। তিনি উপজেলার ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামের তেপাড়া এলাকার আব্দুল হাসিম মিয়ার মেয়ে।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, ফেক্টরির ভিতরে নিজেদের মালামাল পরিবহনের সময় টলি মার্জিয়া বেগমের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় স্থানীয় জনতা কিছুটা উত্তেজিত হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং লাশ মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন কামাল বলেন, ‘সকাল ৯টার দিকে ফেক্টরিতে পরিচ্ছন্নতার দায়িত্বে ছিলেন মার্জিয়া বেগম। পেছন থেকে টলি চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফেক্টরীতে জড়ো হয়, কিন্তু আমরা পরিস্থিতি শান্ত করি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ফেক্টরির এক কর্মকর্তা বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আমরা নিহতের পরিবারকে পাশে থাকবো। তবে ঘটনাস্থলের কিছু মানুষ আমাদের প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
আল ইব্রাহিম/এআরএস

