গাজীপুরে আগুনে পুড়ে ২ পরিবারের ৮ কক্ষ পুড়ে ছাই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:০১
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ মধ্যে পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের আটটি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাওরাইদ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রফিকুল ইসলাম ও তার ভাই আব্দুল মালেকের বসতবাড়িতে আগুন লাগে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
রফিকুল ইসলাম জানান, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন লাগে এবং ঘুমন্ত অবস্থায় তারা কোনো মালামাল বের করতে পারেননি। তিনি বলেন, পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারিনি। মোবাইল, স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেলাম।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রথমে একটি কক্ষে আগুন দেখা দিলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত থাকার কারণে কেউ ঘরের কিছুই বের করতে পারেনি। ফলে আটটি কক্ষের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় আলম মাস্টার বলেন, রাতে আগুনের তীব্রতায় তার চাচাতো ভাইদের আটটি ঘরের সব আসবাবপত্র, জামাকাপড়, মূল্যবান জিনিসপত্র কিছুই রক্ষা পায়নি। পরে মাওনা স্টেশন থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
এমএইচএস

