Logo

সারাদেশ

ময়মনসিংহে সহকারী শিক্ষকদের আন্দোলনে ৩০০ বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:০২

ময়মনসিংহে সহকারী  শিক্ষকদের আন্দোলনে ৩০০ বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের আন্দোলনের কারণে ময়মনসিংহ জেলার ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার (৩ ডিসেম্বর) কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ- পরীক্ষার মাঝপথে এমন কর্মসূচি শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলছে; পরীক্ষা শেষে আন্দোলন করা যেত। এদিন সকালে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। আলোচনা শেষে আন্দোলনরত শিক্ষকরা জানান, আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ১৩টি উপজেলার দুই হাজার ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ হাজার ৪৯ জন শিক্ষক কর্মরত আছেন; শিক্ষার্থী সংখ্যা ৭ লাখ ৮৩ হাজার। এর মধ্যে গতকাল ৩০০টি বিদ্যালয়ে পরীক্ষা হয়নি।

তবে বাকি এক হাজার ৮৪০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিতে বাধ্য হয়েছেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে ৩ ডিসেম্বর থেকে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে। সংগঠনের তিন দফা দাবি হলো- 

১) সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ,

২) ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন, ৩) সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। 

ময়মনসিংহ নগরীর সেহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নূরজাহান বলেন, ‘এভাবে অচলাবস্থা তৈরি করা ঠিক হয়নি। পরীক্ষা শেষে আন্দোলন করা যেত। এতে শিক্ষার্থীরা পড়ালেখায় আগ্রহ হারাবে।’

অন্যদিকে সহকারী শিক্ষক সাফরিয়া সুলতানা বলেন, ‘শিক্ষকরা বাধ্য হয়েই আন্দোলনে গেছেন। আমাদের দাবিগুলো যৌক্তিক। আশা করি সরকার দ্রুত সমাধানে পদক্ষেপ নেবে।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ জানান, ‘জেলা প্রশাসকের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে- আজ বৃহস্পতিবার থেকে সব বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

ময়মনসিংহে শিক্ষকদের এই আন্দোলন সাধারণ অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। আগামী দিনে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেটিই এখন তাদের বড় প্রশ্ন।

এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষক আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর