Logo

সারাদেশ

পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৬

পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শমসের নগর সীমান্তে ভারতের বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) ভোর রাতে জগতবের ইউনিয়নের পচাভাণ্ডার ৫ নং ওয়ার্ডের সেরাজুল ইসলামের পুত্র সবুজ (২২) নামের ওই যুবক নিহত হন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সবুজ গরু পার করার উদ্দেশ্যে সীমান্তের ৮৬৪ নং মেইন পিলারের ৫ এক্স এলাকায় গেলে ভারতীয় ১৬৯ বিএসএফের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

শমসের নগর বিওপি ক্যাম্প কমান্ডার কামাল উদ্দিন এই মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনায় বিএসএফকে প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। 

এছাড়া ৬১ বিজিবি কোম্পানি কমান্ডার আবুল কাসেম জানিয়েছেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের উচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে।

রাহেবুল ইসলাম টিটুল/এমএইচএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএসএফ সীমান্ত নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর